ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ৪২ জনের প্রাণহানি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 16:32:34

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভ্যামকো’র তাণ্ডবে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০ জন। ফিলিপাইনের পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে দ্বীপ এলাকা লুজনে আঘাত হানার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় ঝড়টি। এর কারণে ওই এলাকায় বন্যা দেখা দিয়েছে। ভূমিধস হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা । অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে পুলিশ ও অন্যান্য জরুরি বিভাগের কর্মীরা।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানায় এখন পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের বেশিরভাগই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার সেখানকার সরকারি অফিস ও স্কুলের ক্লাস বন্ধ রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর