করোনা চিকিৎসায় অ্যান্টিবডি থেরাপির অনুমোদন!

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 20:08:54

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অ্যাডমিনস্ট্রেশন (এফডিএ) করোনা চিকিৎসায় রিজেনেরন ফার্মাসিউটিক্যালস ইনকরপোরেটেডের অ্যান্টিবডি থেরাপির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছেন। যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল।

এফডিএ শনিবার (২১ নভেম্বর) জানিয়েছে, এই থেরাপিটি সবার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। করোনা পজিটিভ ১২ বছর বয়সী শিশু বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তির ক্ষেত্রে এই থেরাপি ব্যবহার করা যাবে। ক্যাসিরিভিম্যাব ও ইমডেভিম্যাব নামের দুটি অ্যান্টিবডির সমন্বয়ে রিজেনেরনের থেরাপিটি তৈরি করা হয়েছে।

আরও বলা হয়েছে, যাদের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে কেবল তাদের এই থেরাপি ব্যবহার করা যাবে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গুরুতর অসুস্থ করোনা রোগী যারা হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন থেরাপি দিচ্ছে- তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি থেরাপি ব্যবহার করা যাবে না। কেননা, এসব রোগীর ওপর থেরাপিটি প্রয়োগ করে আশাব্যঞ্জক ফল পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর