কুকুর মেজরের সঙ্গে খেলতে গিয়ে চোট পেয়েছেন বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 23:57:51

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন কুকুর মেজরের সঙ্গে খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) তার ব্যক্তিগত চিকিৎসক এক বিবৃতিতে বলেছেন, বাইডেন তার কুকুর মেজরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে গিয়ে আঘাত পেয়েছেন। এতে করে তার পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক এক্সরেতে কোনও সুস্পষ্ট ফ্র্যাকচার দেখা যায় নি। তবে ফলোআপ সিটি স্ক্যানের মাধ্যমে জো বাইডেনের গোড়ালির হাড়ে ছোট ফ্র্যাকচার দেখা গেছে। আশা করা যায় কয়েক সপ্তাহ বিশ্রাম নিলে তিনি সুস্থ হয়ে যাবেন।

রোববার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে, বাইডেনকে শিগগিরই সুস্থ হয়ে উঠতে বলেন।

বাইডেন ২০ নভেম্বর তার ৭৭তম জন্মদিন উদযাপন করেছেন, মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন তিনি।

প্রেসিডেন্ট প্রচার চলাকালীন, চিকিৎসকরা বলেছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট সুস্থ ও প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযুক্ত।

এ সম্পর্কিত আরও খবর