আগামী সপ্তাহ থেকে গণহারে টিকা প্রয়োগ শুরু রাশিয়ায়

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 11:10:39

আগামী সপ্তাহের শেষের দিক থেকে রাশিয়ায় গণ হারে সম্ভাব্য করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে। বুধবার (২ ডিসেম্বর) এক টেলি কনফারেন্সে দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই নির্দেশ দিয়েছে। ভ্যাকসিন প্রয়োগের এই তালিকায় চিকিৎসা কর্মী ও শিক্ষকদের প্রাধান্য দেয়া হবে।

পুতিন বলেছেন, রাশিয়ার ফার্মা শিল্পগুলো বৃহৎ আকারে টিকা দেওয়ার জন্য প্রস্তুত। ইতিমধ্যে দেশটি অ্যান্টি-কোভিড টিকা ‘স্পুতনিক-৫’ উৎপাদনে এগিয়ে আছে। যার পরিমাণ আগামীকালের মধ্যে ২ মিলিয়নে পৌঁছাবে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভাকে পুতিন নির্দেশনা দিয়ে বলেছেন, এই পদ্ধতিটি এমনভাবে সংগঠিত করতে হবে, যাতে আগামী সপ্তাহের শেষের দিকেই বৃহৎ পরিসরে টিকা প্রয়োগ শুরু করা সম্ভব হয়।

এর আগে জানানো হয় ৯৫ শতাংশ কার্যকারিতা মেলেছে রাশিয়ার তৈরি করোনা টিকা ‘স্পুতনিক-৫’ এ। টিকাটির দ্বিতীয় ট্রায়ালের পাওয়া ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। প্রথম দফার তথ্য বিশ্লেষণ করে টিকাটির কার্যকারিতা ৯১ দশমিক ৪ শতাংশ ছিলো বলে জানা গেছে।

রাশিয়ার তৈরি টিকাটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। প্রস্তুতকারী সংস্থাটির দাবি, আন্তর্জাতিক বাজারে স্পুতনিক-৫-এর প্রতি ডোজ ১০ ডলারের কম মূল্যে পাওয়া যাবে, বাংলা টাকায় প্রায় ৮ হাজার টাকা। তবে নিজেদের জনগণের জন্য এই টিকা বিনা মূল্যে সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছে রুশ সরকার।

গামালেয়া রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ এক বিবৃতিতে বলেন, টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার এক সপ্তাহ পর দ্বিতীয় বিশ্লেষণের উপাত্ত সংগ্রহ করা হয়। এর অর্থ হলো, তাদের দেহ দুটি ডোজের ক্ষেত্রেই আংশিকভাবে সাড়া দিয়েছে। টিকাটির কার্যকারিতা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর