ফাইজারের করোনা টিকা প্রথম নিলেন ৯০ বছর বয়সী নারী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 17:01:19

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার য়োগ শুরু করেছে। উত্তর আয়ারল্যান্ডের ৯০ বছর বয়সী এক নারী বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা গ্রহণ করেছেন।

তাকে টিকা প্রদান করেই যুক্তরাজ্যের গণহারে টিকা প্রদান কর্মসূচির শুরু হলো। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে।

এনিস্কিলেন শহরের বাসিন্দা মার্গারেট কেনেন নামে এই নারী জানান, তিনি কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে টিকা গ্রহণ করেছেন। তার কাছে বিষয়টি অনেক ভালো লেগেছে।

আগামী সপ্তাহে মার্গারেট কেনেনের ৯১তম জন্মদিন। তার আগে এই টিকা নেওয়াকে ‘জন্মদিনের প্রথম সেরা উপহার’ বলে মন্তব্য করেছেন এই নারী। 

টিকা নেওয়াকে ‘জন্মদিনের প্রথম সেরা উপহার’ বলে মন্তব্য করেছেন মার্গারেট কেনেন

মার্গারেট কেনেন বলেন,  কোভিড-১৯ প্রতিরোধে প্রথম টিকা নেওয়া ব্যক্তি হতে পেরে নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছে। এটি আমার পক্ষে আমার জন্মদিনের উপহার। আমি নতুন বছরে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে চাই।

যুক্তরাজ্য টিকাদান কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে করোনার সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যকর্মী ও ৮০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া স্বাস্থ্যঝুঁকিতে যারা রয়েছেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে টিকাটি পাবেন।

টিকা গ্রহণের মাধ্যমে সংক্রমণ রোধ করে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন মানুষ এই আশা করা হচ্ছে। 

গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য।

গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলজিয়াম থেকে ফাইজার-বায়োনএটেক উদ্ভাবিত করোনা টিকার প্রথম চালান যুক্তরাজ্যে পৌঁছায়। এরপর ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের কিছু গোপন স্টোরেজে পাঠানো হয়। প্রায় ৫০টি হাসপাতালে টিকা দেওয়ার জন্য কেন্দ্র করা হয়েছে। 

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটের মতে, বিশ্বের ২২০টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত ৬ কোটি ৮০ লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ লাখের বেশি মানুষ। যুক্তরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩৭ হাজার ৯৬০। এর মধ্যে মারা গেছে ৬১ হাজার ৪৩৪ জন।

এ সম্পর্কিত আরও খবর