আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নারী-শিশুসহ নিহত ৮

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 13:41:29

আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পার্লামেন্টের এক সদস্য রয়েছেন।

মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে- বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। আল-জাজিরার প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

তারিক আরিয়ান এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন।

রোববার (২০ ডিসেম্বর) বোমা বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।

একদিন আগেই শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়। পরিত্যক্ত একটি বোমা কুড়িয়ে এক বিক্রেতার কাছে নেয়ার সময় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ। এতে ঘটনাস্থলেই ১৫ শিশু প্রাণ হারায়। আরো ২০ জন আহত হন।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে  বোমা হামলার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আফগান সরকার এবং তালেবানরা প্রায় ২০ বছরের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে বৈঠক চলছে।

হামলার বিষয়ে দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত তালেবান বা আল-কায়েদা কেউই হামলার দ্বায় স্বীকার করেনি।

এ সম্পর্কিত আরও খবর