কোভ্যাক্সিন উৎপাদনের অনুমতি দিলো ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 05:09:02

ভারত বায়োটেককে কোভ্যাক্সিন উৎপাদন করতে লাইসেন্সের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)।

ভারত বায়োটেকের প্রথম পর্ব, দ্বিতীয় এবং তৃতীয় ক্লিনিকাল ট্রায়াল থেকে পাওয়া  সুরক্ষা, কার্যকারিতা এবং প্রতিরোধ ক্ষমতা সম্পের্কিত তথ্য জমা দিতে বলেছিলো ডিসিজিআই।

এর আগে রোববার (৩ জানুয়ারি) সকালে ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের তৈরি কোভিশিল্ডের জরুরি নিয়ন্ত্রিত ব্যবহারের অনুমোদন দেয় ডিসিজিআই। এর পরেই ভারত বায়োটেককে কোভ্যাক্সিন উত্পাদনের লাইন্সেসের অনুমতি দিলো প্রতিষ্ঠানটি।

ভারত বায়োটেক ভারতের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান। দেশীয় পদ্ধতিতে তারা ‘কোভ্যাক্সিন’ নামের টিকা তৈরি করেছে।

সেরাম ইনস্টিটিউট পুনেভিত্তিক প্রতিষ্ঠান। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রকল্পের অন্যতম অংশীদার তারা। সেরাম ইনস্টিটিউট ‘কোভিশিল্ড’ নামে ভারতে এই টিকা উৎপাদন করেছে।

এ ছাড়া ভারতে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে করা আবেদনটি পর্যালোচনা করছে দেশটির বিশেষজ্ঞ প্যানেল।

এ সম্পর্কিত আরও খবর