জনসংখ্যা বৃদ্ধি ক্রমেই হ্রাস পাচ্ছে দক্ষিণ কোরিয়ায়!

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 14:18:09

জনসংখ্যা বৃদ্ধি ক্রমেই হ্রাস পাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ২০২০ সালে জন্মের তুলনায় মৃত্যুহার অনেক বেশি হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বি‌বি‌সি এ তথ্য জানিয়েছে। যেখানে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ায় যে সংখ্যক শিশু জন্ম গ্রহণ করছে সে তুলনায় দেশটিতে মৃত্যুহার অনেক বেশি। এতে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বর্তমানে বিশ্বে যেসব দেশে জন্মহার সবচেয়ে কম সেই তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার নাম। ২০১৯ সালের তুলনায় দেশটিতে ২০২০ সালে জন্মহার কমেছে ১০ শতাংশ।

এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে গত বছর জন্ম নিয়েছে দুই লাখ ৭৫ হাজার ৮০০ জন শিশু। আর মৃত্যু হয়েছে তিন লাখ ৭ হাজার ৭৬৪ জন মানুষের।

ক্রমহ্রাসমান জনসংখ্যা যেকোনও দেশের ওপরই চাপ সৃষ্টি করে। জনসংখ্যা কমে যাওয়ার ফলে এর প্রভাব পড়ে অর্থনৈতি অবস্থার ওপরও। এ পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নীতিতে ‘মৌলিক পরিবর্তন’ আনতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর