চীনে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 23:59:07

পাঁচ মাসেরও বেশি সময় পর চীনে প্রথমবারের মতো আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ।

সোমবার (১১ জানুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এতথ্য জানিয়েছে।

বিশেষ করে বেইজিংয়ের আশেপাশে ও হুবেই প্রদেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। দেশটির উত্তর-পূর্ব হিলংজিয়াং প্রদেশের একটি কাউন্টিতে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ১০ জানুয়ারি পর্যন্ত হুবেইতে স্থানীয় সংক্রমণ ঠেকেছে ৮৫ তে, যার মধ্যে ৮২টিই নতুন। লিয়াওনিং প্রদেশে দুটি এবং বেইজিংয়ে একজনের শরীরে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত চীনে যতজন রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে বাইরের দেশ থেকে আসা রোগী রয়েছেন ১৮ জন। বাকিগুলো স্থানীয় সংক্রমণ।

এর আগে গত ৩০ জুলাই সর্বশেষ দেশজুড়ে ১২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর নতুন করে একদিনে শনাক্ত হলো সর্বোচ্চ ১০৩ জন। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, চীনে করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৩৬ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।

 

এ সম্পর্কিত আরও খবর