চীনা সিনোভ্যাকের টিকা নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 11:22:17

চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

বুধবার (১৩ জানুয়ারি) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই টিকা নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড।

দেশটির জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ভ্যাকসিন নেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়েছে। চীনা সিনোভ্যাকের ভ্যাকসিনটি নিরাপদ বলে বলা হয়েছে।

প্রেসিডেন্টের পরে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যরাও এই টিকা নিয়েছেন।

ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা (বিপিএম) সোমবার (১১ জানুয়ারি) চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ৬৫ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে জানিয়েছেন দেশটি।

করোনা সংক্রমণ রোধে গত বছরের ৭ ডিসেম্বর দেশের জনগণের জন্য সিনোভ্যাকের ১২ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেন উইদোদো। সে সময় তিনি জানিয়েছিলেন, জানুয়ারির প্রথম দিকে আরও ১৮ লাখ ডোজ পাওয়া যাবে বলে আশা করছে তার সরকার।

ইন্দোনেশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিসন বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের হিসেবে বুধবার (১৩ জানুয়ারি) পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন আট লাখ ৪৬ হাজার ৭৬৫ এবং মারা গেছেন ২৪ হাজার জন।

এ সম্পর্কিত আরও খবর