ইরানের স্বল্পপাল্লার নৌ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:28:58

যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী (আইআরজিসি) স্বল্পপাল্লার নৌ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে থাকা আইআরজিসি বুধবার (১৩ জানুয়ারি) স্বল্পপাল্লার নৌ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

যুদ্ধের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিরোধীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক শক্তি হিসেবে এ জাতীয় অস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান।

পশ্চিমা দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে ।

এদিকে, ওমান উপসাগরে দুই দিনের অনুশীলনে অংশ নিচ্ছে ইরানের তৈরি যুদ্ধজাহাজ মাকরান।

এ সম্পর্কিত আরও খবর