ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাজ্য

, আন্তর্জাতিক

আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 03:42:20

নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১৮ জানুয়ারি) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্রমণ নিষেজ্ঞাধার ঘোষণা দেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

এই ঘোষণা অনুসারে, সোমবার থেকে যুক্তরাজ্যে ভ্রমণ করা প্রত্যেককে যাত্রীকে করোনার নেগেটিভ সনদ দিতে প্রদান করতে হবে।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ও জাতীয় সম্পদ রক্ষায় আমাদের এখন জরুরি ব্যবস্থা নিতে হচ্ছে। করোনা ভ্যাকসিন আমাদের আশার আলো দেখাচ্ছে। এই পরিস্থিতিতে বাইরের দেশ থেকে নতুন ধরনের করোনাভাইরাস যাতে প্রবেশ করতে না পারে এই জন্য বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে।

ব্রিটেনে এখন পর্যনাত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ১৬ হাজার ১৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৭ হাজারের বেশি মানুষ। সারা বিশ্বে ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর