এ কেমন ডিম!

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-09-01 07:14:01

ডিমের ভিতর ডিম। সঙ্গে ফ্রি কুসুম। এমন অফার পাওয়া যায় না। যেমনটা পাওয়া গেল অস্ট্রেলিয়ার কুয়িন্সল্যান্ডের স্টকম্যান'স এগস ফার্মে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জিপি নামে একটি ডিম সংগ্রহকারী যন্ত্র হঠাৎ আবিস্কার করে একটি অতিকায় মুরগির ডিম। সাধারণত মুরগির ডিমের ওজন ৫৮ গ্রামের কাছাকাছি। কিন্তু ওই ডিমের ওজন ছিল ১৭৬ গ্রাম। প্রায় তিন গুণ ওজন ওই ডিমের। এমন ডিম দেখে উত্তেজনা বেড়ে যায় ওই সংস্থার কর্মীদের মধ্যেও। স্টকম্যান'স এগ সংস্থার মালিক স্কট স্টকম্যান সব শ্রমিকদের জোড়ো করে ডিম ভাঙার তোড়জোড় করেন। স্টকম্যান জানিয়েছেন, তাঁরা আশা করেছিলেন ৪টি কুসুমের ডিম হবে। ডিম ভাঙার পর যা দেখলেন তাতে চক্ষু চড়কগাছ সবার। ডিমের ভিতর আরও একটি ডিম! এবং সঙ্গে রয়েছে কুসুমও। ১৯২৩ সাল থেকে স্টকম্যান ডিমের ব্যবসা চালাচ্ছেন। কিন্তু কোনোদিন এমন ডিমের দেখা পাননি বলে দাবি করেন স্টকম্যান। চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রাফ ফ্রেইরি বলেন, "সত্যি কথা বলতে, কীভাবে এটা সম্ভব হল বলতে পারব না।"

এ সম্পর্কিত আরও খবর