রোহিঙ্গা সঙ্কট নিয়ে নিউইয়র্কে আলোকচিত্র প্রদর্শনী

আমেরিকা, আন্তর্জাতিক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 23:04:28

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে নিউইয়র্কে বিখ্যাত ফটোগ্রাফার সানাউল হক ‘সেভ দ্য রোহিঙ্গা পিপল’ শিরোনামে এক আলোকচিত্র প্রদর্শনী করেছেন।

সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিসমূহে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা ফুটে উঠেছে।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ প্রদর্শনীটি ঘুরে দেখেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, আমেরিকা প্রবাসী সাংবাদিক আকবর হায়দার কিরণ প্রদর্শনীর ব্যানার সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন। এর আগে তিনি প্রদর্শনীর ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন।

প্রদর্শনীতে আসা সাধারণ মানুষ যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের পুনর্বাসনে পুরো বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর