ন্যান্সি পেলোসির ল্যাপটপ চুরির দায়ে ট্রাম্প সমর্থক গ্রেফতার

, আন্তর্জাতিক

আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 14:53:54

ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থীদের বিক্ষোভের দিন আমেরিকার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ ও হার্ড ড্রাইভ চুরি হয়। সেই ল্যাপটপ চুরির অভিযোগে রিলে জুন উইলিয়ামস নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পেনসিলভেনিয়ার প্রশাসন। কিন্তু তার কাছে থেকে ঠিক কী কী উদ্ধার হয়েছে, এখনও তা স্পষ্ট করে জানায়নি পুলিশ।

আদালতে তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে, ২২ বছর বয়সী ওই নারীর বন্ধুরাও এই চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। তাদের কাছে ল্যাপটপ চুরি করার ভিডিও রয়েছে।

ল্যাপটপটি রাশিয়ার হ্যাকারদের হাতে তুলে দিতে চেয়েছিলেন রিলে জুন উইলিয়ামস। কিন্তু কোনও একটা কারণে সেটা হয়ে ওঠেনি। তবে ল্যাপটপের পাশাপাশি, হার্ড ড্রাইভ বা তেমন কিছু পায়নি পুলিশ। ল্যাপটপটি বিক্রি করতে না পেরে প্রমাণ সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

আমেরিকার একটি চ্যানেলে ক্যাপিটল হিলে তাণ্ডবের ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরায় ধরা আছে। ফুটেজে দেখা যায় একটি সবুজ টি শার্ট পরে স্লোগান দিতে দিতে চুরি করছেন রিলে জুন উইলিয়ামস।

এ সম্পর্কিত আরও খবর