ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপাতত কথা বলছেন না বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:33:22

বাইডেন প্রশাসনের প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউসের এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রেসসচিব জেন সাকি। এসময় প্রেসসচিব জানিয়েছেন, স্থানীয় সময় আগামী শুক্রবার (২২ জানুয়ারি) থেকে জো বাইডেন বিদেশি নেতাদের সঙ্গে ফোনে কথা বলা শুরু করবেন।

তিনি বলেন, সবার আগে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোন করবেন। তবে আপাতত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা বাইডেনের নেই বলে জানান তিনি।

বুধবারের (২০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে সাকি আরও বলেছেন, বাইডেনের শুরুর দিককার কলগুলো হবে সহযোগী ও সমমনা দেশের নেতাদের সঙ্গে।

তিনি বলেছেন, জাস্টিন ট্রুডোর কলটি মূলত কানাডার সাথে মার্কিন সম্পর্কের দিকে মনোনিবেশ করবে, পাশাপাশি কিস্টোন পাইপ লাইনের বিষয়ে বাইডেনের নির্বাহী আদেশের ব্যাপারেও কথা বলবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার পর জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনকে কিস্টোন পাইপ লাইনের অনুমোদন বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে দেখে তিনি হতাশ।

আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বাইডেনের অঙ্গীকারকে স্বাগত জানালেও আমরা হতাশ হয়েছি কিস্টোন পাইপ লাইনের অনুমোদন বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করতে দেখে।

ট্রাম্পকে ডেকে আনারও কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসসচিব জেন সাকি।

তিনি বলেন, ওভাল অফিসে বাইডেনের জন্য রেখে যাওয়া ট্রাম্পের নোটটি এখনই প্রকাশ না করা হবে না।

এ সম্পর্কিত আরও খবর