যুক্তরাজ্যে করোনায় মৃত্যু এক লাখ ছাড়াল

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 13:56:39

যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ১৬২ জন আর করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৩৬ লাখ ৮৯ হাজার ৭৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১৬ লাখ ৬২ হাজার ৪৮৪ জন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনার বিষয়ে তার সরকারের প্রতিটি পদক্ষেপের জন্য তিনি সম্পূর্ণ দায়বদ্ধ। এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি প্রতিটি প্রাণ বাঁচানোর।

তিনি আরও বলেন, আমি হারানো প্রতিটি জীবনের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

রোগী শনাক্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এই মুহূর্তে বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাজ্য পঞ্চম।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে করোনার সংক্রমণ আবার বাড়ছে। কোনো কোনো দিন দৈনিক সংক্রমণ শনাক্তে রেকর্ডও হচ্ছে। দেশটি বর্তমানে নতুন ধরনের করোনার সংক্রমণের কারণে উদ্বেগ বাড়ছে।

মহামারি বিশেষজ্ঞ ও পরিসংখ্যানবিদরা ভাইরাসটির নতুন ও পুরাতন সংস্করণে সংক্রামিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হারের তুলনা করে দেখেছেন নতুন ধরনের সংক্রমণে মৃত্যুর হার বেশি।

করোনাভাইরাসের পরিবর্তিত রূপটি (স্ট্রেইন) ইতিমধ্যে যুক্তরাজ্য জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এ সম্পর্কিত আরও খবর