চীন থেকে উদ্ধার হওয়া ৫২ কুকুর যুক্তরাষ্ট্রে পেল পরিবার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 16:15:14

চীনে কুকুরের মাংস বেশ জনপ্রিয়। দেশটির অনেক অঞ্চলে নিয়মিত আইটেম হিসেবে কুকুরের মাংস রান্না হয়। এমনকি প্রতিবছর জুনে কুকুরের মাংস খাওয়ার উৎসবও হয় চীনে।

চীনে কুকুরের মাংস খাওয়া বন্ধ করতে দীর্ঘদিন থেকে প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো আন্দোলনও করছে। এরপরও কুকুর নিধন থেমে নেই এশিয়ার দেশটিতে।

সম্প্রতি চীনের কুকুরের মাংস বিক্রির বাজার থেকে কয়েক ডজন কুকুরকে উদ্ধার করা হয়েছে। এই কুকুরগুলো প্রত্যেকে একটি নতুন পরিবার পেয়েছে।

বেইজিং থেকে শুক্রবার (২৯ জানুয়ারি) ৫২টি কুকুর যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে আসে। সেখানে নতুন মালিকরা তাদের সাদরে বরণ করে নেন।

কুকুরগুলোকে চীন থেকে নিয়ে এসেছে ‘নো ডগ লেফট বিহাইন্ড’ নামে রেসকিউ একটি সংগঠন। যারা বেইজিং-এ একটি প্রাণী আশ্রয় পরিচালনা করে।

শনিবার আরও কিছু কুকুর চীন থেকে আসার কথা রয়েছে।

উদ্ধারকারী সংস্থাটি জানিয়েছে, তারা চীনের কাঁচা বাজার, কসাইখানা, পাচারকারী এবং অবৈধ নিলামকারীর হাত থেকে প্রায় হাজার হাজার পশুকে উদ্ধার করেছে।

পশু অধিকার নিয়ে কাজ করা হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চীনে প্রতি বছর এক কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য।

এ সম্পর্কিত আরও খবর