উহানের ভাইরাস গবেষণাগার পরিদর্শন ডব্লিউএইচও’র বিজ্ঞানীদের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 02:00:23

করোনাভাইরাসের উৎপত্তিস্থল খুঁজে বের করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিজ্ঞানীরা উহানের ইন্সটিটিউট অব ভাইরোলজি পরিদর্শন করেছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিজ্ঞানীরা এই ভাইরাস গবেষণাগার পরিদর্শন করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসময় তারা সেখানে ‘ব্যাট ওমেন’ বা ‘বাদুড় মানবী’ হিসেবে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির সঙ্গেও কথা বলেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা উহানের ইন্সটিটিউট অব ভাইরোলজিতে সাড়ে তিন ঘণ্টার মতো ছিলেন। টুইটারে বিশেষজ্ঞ দলের সদস্য পিটার ডাসজাক লিখেছেন, ড. শি ঝেংলিসহ উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির কর্মীদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। খোলামেলা আলোচনাও হয়েছে। এতে করে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও মিলেছে।

২০১৯ সালের শেষের দিকে উহান ইনস্টিটউট অব ভাইরোলজি থেকেই করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বলে দাবি করে আসছেন অনেক বিজ্ঞানী। তাদের ধারণা, কোনও বন্যপ্রাণীর ওপর পরীক্ষা করতে গিয়ে এ ভাইরাসটি দ্বারা সংক্রমিত হওয়ার পর পালিয়ে যায় গবেষণাগারটির সদস্যরা। এরপরই অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। তবে চীন বরাবরই সে দাবি উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, আমদানি করা ফ্রোজেন খাবার থেকেই ছড়িয়েছে এ ভাইরাস।

তবে, চীন বলেছে, ভাইরাসটি সম্ভবত অন্য কোনও দেশ থেকে এসেছে।

এ সম্পর্কিত আরও খবর