এনএলডির প্রধান কার্যালয় গুঁড়িয়ে দিল মিয়ানমার সেনাবাহিনী

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 23:32:35

শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী । স্থানীয় সময় মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তল্লাশি চালানোর পর কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে দেশটির নিরাপত্তা বাহিনী এনএলডির প্রধান কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন ভবনে দলের কোনও সদস্য উপস্থিত ছিলো না।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ফেসবুক পেজে বলা হয়, সামরিক স্বৈরশাসক রাত সাড়ে ৯টার দিকে এনএলডির সদর দফতরে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। যদিও এ সম্পর্কে আর কিছু জানানো হয়নি। দেশব্যাপী রাতে কারফিউ চলাকালীন এই অভিযান হয়েছে।

কারফিউ চলাকালীন পাঁচ জনের বেশি জড়ো হওয়াও নিষিদ্ধ করা হয়েছে। তবে মঙ্গলবার টানা চতুর্থ দিন কয়েক হাজার মানুষ রাস্তায় নামে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান ঘটিয়ে অং সান সু চিসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দী এবং সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটির লাখো নাগরিক বিক্ষোভ শুরু করেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে পুলিশ। এদিন বিক্ষোভে বৌদ্ধভিক্ষুরাও যোগ দেন।

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা নানা ধরনের লেখা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করছেন। এসব ব্যানার-প্ল্যাকার্ড লেখা রয়েছে ‘আমাদের নেতাদের মুক্তি দাও’, ‘আমাদের ভোটারদের সম্মান দেখাও’, ‘গণতন্ত্র রক্ষা করো’, ‘সেনা অভ্যুত্থান প্রত্যাখ্যান করো’, ‘স্বৈরতন্ত্রকে “না” বলো’ প্রভৃতি।

বিক্ষোভকারীরা মিয়ানমারের নেত্রী অং সান সু চির ছবি নিয়ে বিক্ষোভে অংশ নিচ্ছেন। তারা লাল রঙের পোশাক পরে আন্দোলন করছেন। সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পতাকার রং লাল।

এদিকে সোমবার জাতির উদ্দেশে দেওয়া এ ভাষণে শিগগিরই নতুন নির্বাচন আয়োজন করে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির বর্তমান শাসক ও সেনাপ্রধান মিন অং হ্লাইং। সামরিক শাসনের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষ যখন ক্রমেই কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে, তখনই এমন ঘোষণা দিলেন মিন অং।

এ সম্পর্কিত আরও খবর