বাইডেন-শি জিনপিংয়ের ফোনালাপ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:58:00

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন জানায়, বুধবার (১০ ফেব্রুয়ারি) ফোনে বাইডেন হংকং এবং জিনজিয়াংয়ে মানবাধিকার নিশ্চিতের কথা বলেছেন শি জিনপিং কে। তবে চীনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলা হয়নি।

ফোনালাপে বাইডেন অর্থনৈতিক ও সামরিক ইস্যুগুলিকে অগ্রাধিকার দিয়েছেন এবং জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক বিস্তারসহ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলির উল্লেখ করেছেন। চীনকে তার প্রযুক্তির অপ্রত্যাশিত ব্যবহার, অন্যায্য বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফোনালাপে আমেরিকান জনগণ এবং আমাদের মিত্রদের স্বার্থকে অগ্রাধিকার দিলেই ব্যবহারিক, ফলাফল-ভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন বাইডেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, চীনের মুসলিম সংখ্যালঘু উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং হংকংয়ের প্রতি চীনের বৈরী আচরণের বিষয়েও বাইডেন প্রতিবাদ করেন।

হোয়াইট হাউজ আরও জানিয়েছে, বাইডেন আমেরিকার জনগণের সুরক্ষা, সমৃদ্ধি, স্বাস্থ্য, জীবনযাত্রার সুরক্ষা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক সংরক্ষণের বিষয়ে তার অগ্রাধিকারের কথা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর