বিরোধপূর্ণ সীমান্ত থেকে চীন-ভারতের সেনা প্রত্যাহার শুরু

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 08:00:19

বিরোধপূর্ণ সীমান্ত থেকে ভারত ও চীন নিজেদের সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জানিয়েছে বিতর্কিত সীমান্ত থেকে একমাস দীর্ঘ স্থবিরতার পরে দুই দেশের সেনা প্রত্যাহার শুরু হয়েছে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পানগং তাসো লেক-এর উত্তর ও দক্ষিণ তীর থেকে উভয় পক্ষ পর্যায়ক্রমে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সামরিক কমান্ডার এবং কূটনীতিকদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনার পরে এই চুক্তি হয়েছে।

তিনি বলেন, চীনের সঙ্গে আলোচনার ফলে পানগং হ্রদের উত্তর ও দক্ষিণ তীরে জলাবদ্ধতার বিষয়ে চুক্তি হয়েছে।

গত বছরের মে মাস থেকে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী। জুন মাসে একবার প্রাণঘাতী সংঘাতের পর আরও একবার ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলে দেশ দুইটি।

এর আগে ভারতীয় কর্মকর্তারা দাবি করেন, চীনা সেনারা তিনটি আলাদা এলাকায় সীমান্ত অতিক্রম করে তাঁবু এবং গার্ড পোস্ট স্থাপন করেছে। উপেক্ষা করেছে মৌখিক সতর্ক বার্তা। পরে এসব এলাকায় সেনা উপস্থিতি বাড়ায় দিল্লি।

এ সম্পর্কিত আরও খবর