ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 17:51:28

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় তার সমর্থকদের উসকে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই মামলা করেন জ্যেষ্ঠ ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থম্পসন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের পাশাপাশি তার আইনজীবী রুডি গিউলিয়ানী এবং চরমপন্থী দল প্রাউড বয়েস এবং ওথ কিপার্সের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন থম্পসন।

মাত্র তিনদিন আগেই দ্বিতীয়বার অভিশংসন মামলায় খালাস পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন স্বরাষ্ট্র দফতরের হাউস কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন একজন কৃষ্ণাঙ্গ। তিনি কু ক্লাক্স ক্ল্যান অ্যাক্ট ভঙ্গের দায়ে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। কু ক্লাক্স ক্ল্যান আইনটি ১৯ শতকে মার্কিন গৃহযুদ্ধ পরবর্তী কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার জন্য করা হয়েছিল ।

থম্পসন অভিযোগ করেছেন যে ট্রাম্প, গিউলিয়ানী এবং আরও দুটি দল বাইডেনের নির্বাচনী জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দিন বলপ্রয়োগ, ভয় এবং হুমকি দিয়ে তার সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার ষড়যন্ত্র করে।

এ সম্পর্কিত আরও খবর