মিয়ানমারে ব্যাপক দমন-পীড়ন, নিহত ৬

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 17:16:13

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে রোববার (২৮ ফেব্রুয়ারি) ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ছয়জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের সরাতে মূল শহর ইয়াংগুন এবং দক্ষিণের শহর দাওয়েইতে বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসও নিক্ষেপ করেও ব্যর্থতার পর পুলিশ সরাসরি গুলি চালায়।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভ রোববারও অব্যাহত রয়েছে।

হাসপাতাল সূত্র ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ দাওয়েই, ইয়াঙ্গুন ও মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। এতে ছয়জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন মারা যান দাওয়েই শহরে। বাকি দুজন মারা যান অন্য দুই শহরে।

রোববার সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা গেছে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পুলিশ লাঠিচার্জ করছে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী এসময় রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে আছে।

শনিবার থেকে পুলিশ দমন-পীড়ন বাড়িয়েছে। মিয়ানমারের মান্দালয়েও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর