জার্মানিতে ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে পারবেন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-07-18 16:00:28

জার্মানিতে ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন নিতে পারবেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, জার্মানি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বিষয়ে অবস্থান পরিবর্তন করেছে। এখন থেকে ৬৫ বছরের অধিক বয়সীরাও এই টিকা নিতে পারবেন বলে তিনি জানান।

এর আগে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় শুধু ৬৫ বছরের কম বয়সীদের জন্য এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় জার্মানি। তবে পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বয়স্কদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অত্যন্ত কার্যকর।

ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক দফতর থেকে এই ভ্যাকসিন সব প্রাপ্তবয়স্ক মানুষের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে জোটের প্রতিটি সদস্য দেশের স্বতন্ত্র টিকাদান নীতি নির্ধারণের সুযোগ রয়েছে।

জার্মানির প্রায় ৫% মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন।

অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, জার্মানিতে আরও বেশি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য যুক্তরাজ্যকে অনুসরণ করবে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় জার্মানির অবস্থান দশম। জার্মানিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২৪ লাখ ৭২ হাজার ৮৯৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৭১ হাজার ৭১১জন।

এ সম্পর্কিত আরও খবর