পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে ভারতকে চিঠি মিয়ানমারের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 02:50:11

সামরিক সরকারের নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে আসা পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে মিয়ানমার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সম্প্রতি মিয়ানমারের কয়েকজন পুলিশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে।

তাই এক চিঠিতে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য’ ওই পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়েছে মিয়ানমারের জান্তা সরকার।

গত মাসে দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে গণ-বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং
এ পর্যন্ত কমপক্ষে ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবারও (০৬ মার্চ) মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনে ব্যাপক বিক্ষোভ করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও স্ট্যান গ্রেনেড ছোড়ে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের মিজোরাম রাজ্যের ডেপুটি কমিশনার মারিয়া সিটি জুয়ালি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পালিয়ে আসা পুলিশ কর্মকর্তাদের ফেরত চেয়ে মিয়ানমারের ফালাম জেলা থেকে তাকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মিয়ানমারের অন্তত ৮ জন পুলিশ অফিসার ভারতে প্রবেশ করেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তাই দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য, মিয়ানমারের এই আট পুলিশ সদস্যকে হস্তান্তর করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

শ্রীমতি জুয়ালি বলেন, তিনি দিল্লি থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

রয়টার্সের মতে, পুলিশ অফিসার এবং তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৩০ জন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, শনিবারও (০৬ মার্চ) মিয়ানমারের কয়েক হাজার নাগরিক ভারতে প্রবশের জন্য সীমান্তে অপেক্ষা করছিলেন।

এ সম্পর্কিত আরও খবর