জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ!

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 05:26:49

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে মৃত্যু হওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পরিবারকে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলি নগর কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ মার্চ) মিনিয়াপোলির মেয়র জ্যাকব ফেরি এ বিষয়ে ফ্লয়েডের পরিবারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করার কথা বলেছেন। খবর বিবিসি।

জাল নোট ব্যবহারের অভিযোগে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে (৪৬) গত বছরের ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলি শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামে এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। ই প্রতিবাদে ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্র। প্রতিবাদ, বিক্ষোভ হয় সারা বিশ্বে।

জর্জ ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেছেন, তিনি এবং তার পরিবার এ বিষয়টির একটা সমাধান হওয়ায় খুশি হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের হৃদয় ভেঙে যাওয়ার পরেও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়।

ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত ডেরেক চৌভিনের বিচার আদালতে চলমান। তবে অভিযুক্ত চৌভিন আদালতকে বলেছেন, তিনি অপরাধী নয়। তিনি শুধু তার পুলিশের প্রশিক্ষণকে কাজে লাগিয়েছেন।

আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে বহুল আলোচিত ওই হত্যাকাণ্ডের বিচারের শুনানি।

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্র্যাম্প বলেছেন, একজন কৃষ্ণাঙ্গ মৃত্যুর মামলার সবচেয়ে বড় প্রাক-বিচার নিষ্পত্তি কোনও কৃষ্ণাঙ্গ মানুষের জীবনের জন্য একটি শক্তিশালী বার্তা। তিনি বলেন, এতে করে কোন একটি রঙের বিরুদ্ধে পুলিশি বর্বরতার অবসান ঘটবে।

এ সম্পর্কিত আরও খবর