নেদারল্যান্ডসেও অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ স্থগিত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 01:56:48

এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করলো নেদারল্যান্ডস।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মাথায় রেখে ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ স্থগিত করেছে দেশটি। আগামী ২৯ মার্চ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার করবে না দেশটি।

এর আগে নরওয়েতে প্রাপ্ত বয়স্কদের রক্ত জমাট বাঁধার খবর শুনে আয়ারল্যান্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ স্থগিত করে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, অক্সফোর্ডের টিকা নিলে মানুষের শরীরের রক্ত জমা বাঁধবে-এমন কোনো আভাস মেলেনি।

অন্যদিকে, ঝুঁকির তুলনায় এই টিকার উপকারিতার পাল্লা ভারি বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ)। টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইএমএ।

ইতিমধ্যে আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, বুলগেরিয়া ও থাইল্যান্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দিয়েছে।

এক বিবৃতিতে ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা বলেছে, টিকা রক্ত ​​জমাট বাঁধার জন্য দায়ী এমন কোনও প্রমাণ নেই। ইউরোপ ও যুক্তরাজ্যের এক কোটি ৭০ লাখ লোক তাদের টিকা নিয়েছে বলে জানায় অ্যাস্ট্রাজেনেকা।

ডাচ স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জঙ্গে বলেন, টিকা নিয়ে কোনো সন্দেহ থাক, তা আমরা চাই না। সব ঠিকঠাক আছে সেটি আমাদের নিশ্চিত হতে হবে। তবে, এখনকার মতো স্থগিত থাকাটাই ভালো।

এ সম্পর্কিত আরও খবর