জম্মু-কাশ্মির সীমান্তে পাক সেনাদের গুলিতে ২ ভারতীয় জওয়ান নিহত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-09-01 03:08:04

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ফলে ২ ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় পাকিবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে নিহত রাইফেলম্যান বিনোদ সিং (২৪) এবং রাইফেলম্যান জকি শর্মার (৩০) বাড়ি যথাক্রমে আখনুর জেলার দানাপুর ও জম্মুর হীরানগরে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ করে ওই ঘটনার উপযুক্ত জবাব দেয়া হয়েছে। এর আগে পাক বাহিনীর গুলিবর্ষণে রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখায় এক সেনা কর্মকর্তা আহত হয়েছিলেন। মঙ্গলবার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর সুন্দেরবানি সেক্টরে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনারা ছোটো স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে নির্বিচারে গুলিবর্ষণ করে ও মর্টার হামলা হামলা চালায়। ভারতীয় সেনারা এর কঠোর ও যথাযথভাবে পাল্টা জবাব দিয়েছে। চলতি বছরে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে ৬৩৩ বারেরও বেশি যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের তথ্য সূত্রে প্রকাশ, পাক সেনারা জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্তে ২০১ বার এবং নিয়ন্ত্রণরেখা বরাবর ৪৩২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ২০১৭ সালে ওই সংখ্যা ছিল যথাক্রমে ১১১ এবং ৮৬০। সীমান্ত সংঘর্ষে ২০১৪ সালে ৫১ সেনা সদস্য ও ১১০ গেরিলা নিহত হয়। ২০১৫ সালে ৪১ সেনা সদস্য ও ১১৩ গেরিলা নিহত হয়। ২০১৬ তে নিরাপত্তা বাহিনীর ৮৮ জওয়ান ও ১৬৫ গেরিলা নিহত হয়। গতবছর ২০১৭ সালে নিরাপত্তা বাহিনীর ৮৩ জওয়ান ও অপারেশন অল আউট অভিযানে ২১৮ গেরিলা নিহত হয়।

এ সম্পর্কিত আরও খবর