ওবামার দাদির মৃত্যু

আফ্রিকা, আন্তর্জাতিক

আর্ন্তজাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 16:58:28

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দাদি সারাহ ওবামা কেনিয়ায় মারা গেছেন।

সোমবার ওবামার খালা মারসাত ওনইয়াঙ্গে সিএনএনকে বলেন, আজ সকালে দাদি ঈশ্বরের কাছে চলে গেছেন। তার বয়স হয়েছিল ৯৯ বছর।সারাহ ওবামা কেনিয়ার পশ্চিমাঞ্চলে থাকতেন। তিনি ‘মামা সারাহ’ নামে স্থানীয়দের কাছে জনপ্রিয় ছিলেন।

চলতি মাসে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় কিসুমুর জারামোগি ওগিঙ্গা ওডিঙ্গা টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, সারাহর পারিবারিক মুখপাত্র মুসা ঈসমাইল জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে তিনি অসুস্থ ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি।

দাদির মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বারাক ওবামা।

গ্রামীণ নারী হিসেবে সাদামাটা জীবন যাপন করলেও স্থানীয় স্কুলে পরিজ ও ডোনাট সরবরাহের জন্য তিনি বিখ্যাত ছিলেন। ২০০৮ সালে তার সৎনাতি বারাক ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর চারদিকে তাঁর নাম ছড়িয়ে পড়ে।

২০০৬ সালে ইলিনয়ের সাবেক সিনেটর ওবামা কেনিয়া সফরে যান। পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সারাহ ওবামার বসতি পর্যটকদের আকর্ষণ স্থানে পরিণত হয়।

লেক ভিক্টোরিয়ার একটি গ্রামে ১৯২২ সালে জন্মগ্রহণ করেন তিনি।

তিনি ওবামার দাদা হুসেন ওনয়াঙ্গো ওবামার তৃতীয় স্ত্রী ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর