অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে ৩০ জনের শরীরে রক্ত জমাট বাঁধার প্রমাণ পাওয়া গেছে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০ জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। যা বিরল ঘটনা। আর পাঁচজনের শরীরে সামান্য হলেও রক্ত জমাট বেঁধেছে।
নতুন এই প্রতিবেদনের ফলে দেশটিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) বলেছে, ফাইজার-বায়োএনটেক কোম্পানির তৈরি টিকা নেওয়ার পর জমাট বাঁধার ঘটনার কোনও খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২ এপ্রিল) দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফিনান্সিয়াল টাইমস এবং দ্য গার্ডিয়ানকে বলেছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর সাতজন গ্রহীতা বিরল রক্ত জমাট বাঁধার ঘটনার পর মারা গেছেন।
ব্রিটেনে এখন পর্যন্ত মোট এক কোটি ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই হিসাবে প্রতি ছয় লাখে একজনের রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে।
ওষুধ নিয়ন্ত্রকের দাবি, এই ভ্যাকসিনের উপকারিতা দেখলে সম্ভাব্য ঝুঁকির পরিমাণ খুব বেশি নয়।
এর আগে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার কয়েকটি ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইউরোপসহ বেশ কয়েকটি দেশ টিকা দেওয়া স্থগিত করে। পরে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকাকে নিরাপদ ও কার্যকর বললে পুনরায় টিকা কার্যক্রম শুরু করে।