এক বছর পর লেক থেকে উদ্ধার সচল ফোন

এশিয়া, আন্তর্জাতিক

মহিউদ্দিন আহামেদ, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-08-26 00:07:53

ঘটনা প্রায় বছর খানেক আগের। তাইওয়ানের সান মুন লেকে ঘুরতে গিয়েছিলেন চ্যান নামের একজন ব্যক্তি। নৌকায় লেক ভ্রমণের সময় অসাবধানতায় হাত থেকে লেকের পানিতে পড়ে যায় তার সাধের মোবাইল ফোনটি। তারপর আর কি, মনোকষ্ট নিয়ে বাড়িতে ফিরে যান তিনি।

কিন্তু তাকে অবাক করে দিয়ে গত সপ্তাহে লেকের একজন কর্মী তাকে ফোন করে জানায়, লেক থেকে তার একটি ফোন উদ্ধার করা হয়েছে। আর ফোনের কভারটি শুকনো মাটিতে আচ্ছাদিত হয়ে আছে। তবে ফোনটি পুরোপুরি সচল আছে। এ খবর পাওয়ার পর ওই দিন আর উত্তেজনায় সারারাত ঘুমাতে পারেননি চ্যান। তবে ফোনটি ঠিক থাকার পিছনে তার পানিরোধী ফোন কভারটিই ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। খবর বিবিসি।

উল্লেখ্য তাইওয়ানের আইকনিক এই লেকটি গত কয়েক দশক ধরে খরার সাথে যুদ্ধ করে কোনমতে বেঁচে আছে। লেকের পানির স্তর অনেকটাই কমে গেছে। লেকের কর্মীরা জানিয়েছে, লেকটিতে বর্তমানে ৫০/৬০ বছরের তুলনায় পানির স্তর সবচেয়ে নীচে অবস্থান করছে। পানির স্তর নেমে যাওয়ায় লেকের অনেক অংশ দৃশ্যমান হচ্ছে। তারই কোন জায়গায় পাওয়া গিয়েছে চ্যান এর ওই মোবাইল ফোনটি।

এ সম্পর্কিত আরও খবর