মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ১০ পুলিশ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 09:45:33

মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় প্রাণ হারিয়েছেন পুলিশের ১০ সদস্য ৷

সেনা অভ্যুথানের বিরোধীতাকারী ক্ষুদ্র জাতিগত এই জোটটি শনিবার (১০ এপ্রিল) একটি পুলিশ স্টেশনে হামলায় চালিয়ে তাদের হত্যা করে । খবর রয়টার্স।

দেশটির শান রাজ্যের নুনগমন পুলিশ স্টেশনে ভোরবেলায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী বিদ্রোহী জোটে রয়েছে আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি।

শান নিউজ জানিয়েছে, কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন, আর শ্বে ফি মায়া সংবাদে বলেছে ১৪ জন নিহত হয়েছে।

জান্তার মুখপাত্র এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

জান্তা সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে মিয়ানমারে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির প্রবাসী রাজনীতিবিদদের প্রতিষ্ঠিত সংগঠন এএপিপি।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত নেত্রী অং সান সু চির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা সু চির মুক্তির পাশাপাশি বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর