সৌদিতে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে তিন সেনার মৃত্যুদণ্ড

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 16:58:44

বিশ্বাসঘাতকতার অভিযোগে দোষীসাব্যস্ত হওয়ায় সৌদি আরবের তিন সেনাসদস্যের মৃত্যুদণ্ড শনিবার (১০ এপ্রিল) কার্যকর করা হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজতন্ত্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও শত্রুদের সহযোগিতা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি বিশেষ আদালতে ন্যায্য বিচারের ভিত্তিতে তাদের ‍মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে অবশ্য ‘শত্রু’ কারা সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে ‍মৃত্যুদণ্ড দুটি ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণের একটি প্রদেশে কার্যকর করা হয়েছে। সৌদি আরব ছয় বছরের বেশি সময় ধরে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ বিন আহমেদ, শাহের বিন ইসা ও হামাউদ বিন ইব্রাহিম। তবে কোন শত্রুর বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এ সম্পর্কিত আরও খবর