পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেলেন ৩ জন

বিবিধ, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:32:36

‘লেজার ফিজিক্সে যুগান্তকারী উদ্ভাবনের জন্য’ ২০১৮ সালে পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী।

মঙ্গলবার (২ অক্টোবর) ‘দ্যা রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সাইন্স’ এই পুরস্কারের নাম ঘোষণা করে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের জেরার্ড মুরো ও কানাডার নারী বিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড। দীর্ঘ ৫৫ বছর পর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন কোনো নারী।

১.০১ মিলিয়ন ডলার অর্থমূল্যের পুরস্কার অর্ধেক আশকিন পাবেন ও বাকি অর্ধেক মুরো ও স্ট্রিকল্যান্ড ভাগ করে নেবেন।

বুধবার (৩ অক্টোবর) চলতি বছর রসায়ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।

অন্যদিকে সোমবার (১ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জেমস পি অ্যালিসন এবং জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের তাসুকু হোনজো।

মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য ওই দুই বিজ্ঞানী নোবেল পুরস্কার পান।

এ সম্পর্কিত আরও খবর