ভারতে রাশিয়ার স্পুটনিক-ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:28:30

ভারতে প্রতিদিনই করোনা শনাক্তে রেকর্ড গড়ছে। সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে টিকা উৎসবে। এরমধ্যে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা স্পুটনিক-ভি এর জরুরি ব্যবহারের অনুমোদন দিলো ভারত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বে করোনার সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ভারত। খবর এএফপির।

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকা ব্যবহারের সুপারিশ করেছিল বিশেষজ্ঞ দল। তাদের সুপারিশের ভিত্তিতে এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে ভারতে করোনার তিনটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এর আগে ভারতে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ‘কোভিশিল্ড’ ব্যবহারের অনুমোদন পেয়েছিল। ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট এ টিকা উৎপাদন করছে। দেশটিতে আগেই অনুমোদন পেয়েছে স্থানীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাক্সিন।

দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে স্পুটনিক-ভি কোভিড -১৯ এর বিরুদ্ধে প্রায় ৯২% সুরক্ষা দেয়।

ভারত এখনও পর্যন্ত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটি অনুমোদিত ভ্যাকসিনের ১০০ মিলিয়নেরও বেশি ডোজ ব্যবহার করেছে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৪১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭১ হাজার ২০৫ জন।

এ সম্পর্কিত আরও খবর