ভারতে করোনা শনাক্তে নতুন রেকর্ড, একদিনে মৃত্যু হাজার ছাড়লো

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 01:20:56

করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে।

কয়েকদিন ধরেই ভারতে প্রতিদিন এখ লাখেরও অধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই মহামারী। দিনকে দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

সরকারি হিসাব থেকে জানা যায়, গত রোববার প্রথমবারের মতো দেড় লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল ভারতে। সোমবার আক্রান্ত হয়েছিল ১ লাখ ৬৮ হাজার। মঙ্গলবার তা কমে হয় ১ লাখ ৬১ হাজার। আজ বুধবার (১৪ এপ্রিল) দেশেটিতে নতুন করে আক্রান্ত হয় ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন।

আক্রান্তের সাথে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় এক লাখ ৭২ হাজার ৮৫ জনের ‍মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট টিকা পেয়েছেন প্রায় ১১ কোটি মানুষ।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় এরই মধ্যে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর