সৌদির আরামকোয় হুথি বিদ্রোহীদের হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 14:27:52

সৌদি আরবের জাযান শহরে আরামকোর তেল শোধনাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) চালানো এই হামলায় দেশটির সর্ববৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর শোধানাগারে আগুন ধরে যায়। খবর রয়টার্স।

ইয়েমেনের রাজধানী সানা থেকে এক হুথি মুখপাত্র বলেছেন, সৌদি আরামকোর তেল শোধনাগারে ১১টি ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে সৌদি আরবের পক্ষ থেকে তাদের তেল কোম্পানির স্থাপনায় কোনো আগুন বা প্যাট্রিয়ট কাঠামোয় কোনো হামলা হয়েছে বলে নিশ্চিত করা হয়নি।

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বধীন জোট জানিয়েছে, সারারাত ধরে ছোড়া চারটি ড্রোন ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রকে প্রতিরোধ করায় কিছু ধ্বংসাবশেষ জাযান বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এসে পড়ে এবং সীমিত আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানিয়েছে জোট।

এক বিবৃতিতে সৌদি নেতৃত্বধীন জোট জানায়, এই হামলায় কেউ নিহত হননি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর