নাগরিকদের পাকিস্তান ত্যাগের আহ্বান জানিয়েছে ফ্রান্স

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 09:34:20

পাকিস্তানে ফ্রান্সবিরোধী আন্দোলন দিন দিন শক্তিশালী হচ্ছে। তাই ফরাসি নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার (১৫এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস এই পরামর্শ দিয়েছে।

ফরাসি সরকার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেওয়ায় দেশটির বিরুদ্ধে কিছু দিন ধরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে। এ সপ্তাহে পাকিস্তানে হাজার হাজার ইসলামপন্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। চলমান বিক্ষোভ থেকে বিক্ষোভকারীদের আটক করায় এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ইসলামপন্থীরা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দুজন পুলিশ নিহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ফ্রান্সে শ্রেণিকক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে কার্টুন প্রদর্শনকারী শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। পরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ শক্তভাবে মত প্রকাশের অধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন। তারপর পাকিস্তানসহ মুসলিম বিশ্বের অনেক দেশেই বিক্ষোভ শুরু হয়। এছাড়া অনেক জায়গায় ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর