আমেরিকা সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি লঙ্ঘন করেছে : তালেবান

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 22:24:23

সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার যে চুক্তি করেছিল ওয়াশিংটন তা লজ্জাজনক ভাবে লঙ্ঘন করেছে। আফগানিস্তান থেকে জোর পূর্বক মার্কিন সেনা বহিষ্কার করা হবে।

তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মাদ নাঈম ওয়ারদাক এমন হুঁশিয়ারি দিয়েছেন।

নাঈম ওয়ারদাক বলেন, ওয়াশিংটন তার প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থ হয়েছে, ২০২০ সালে তালেবানের সাথে যে চুক্তি হয়েছিল তার প্রতি তারা সম্মান দেখায়নি। এখন তালোবানের সামনে অগ্রাধিকার হচ্ছে আফগানিস্তান থেকে জোর পূর্বক মার্কিন সেনা বহিষ্কার করা। আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা লড়াই করছি। জনগণকে রক্ষার জন্য আমরা স্বাধীন একটি সরকার চাই।

এছাড়া বর্তমানে আফগানিস্তানে যে সহিংসতা বেড়েছে তার জন্য আমেরিকাকে দায়ী করেছেন তিনি।

উল্লেখ্য,তালেবানদের দাবী তাদের সাথে সেনা প্রত্যাহারের ব্যাপারে আগে চুক্তি হয়েছিলো। এছাড়া গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই আফগানিস্তান সফরে যান দেশটির (আমেরিকা) পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করা হবে। 

এ সম্পর্কিত আরও খবর