আইনি জটিলতায় টিকটক

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:43:31

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইংল্যান্ডের প্রাক্তন শিশু কমিশনার অ্যানে লংফিল্ড। অভিযোগ উঠেছে তারা শিশুদের তথ্য সংগ্রহ করে ব্যবহার করে।

যেসব শিশুরা ২০১৮ সালের ২৫ মে থেকে টিকটক ব্যবহার করছে, তাদের পক্ষ থেকে টিকটকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের লাখ লাখ শিশু এই অভিযোগ করেছে।

আইনজীবীরা অভিযোগ করেছেন, শিশুদের সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, ভিডিও, সঠিক অবস্থান এবং বায়োমেট্রিক ডেটা নিয়ে নিচ্ছে টিকটক।

তবে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপনীয়তা আর নিরাপত্তা টিকটটের প্রথম প্রাধান্য, আমরা আমাদের নীতি প্রক্রিয়া এমভাবে শক্তিশালী করেছি যা সবার সাহায্য করে। এ অভিযোগ ভিত্তিহীন।

জানা যায়, অভিযোগ প্রমাণ হলে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রত্যেককে কয়েক হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেবে টিকটক।

এ সম্পর্কিত আরও খবর