রাশিয়ার সাথে আলোচনায় বসতে চায় ইউক্রেন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 12:02:33

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকা নিয়ে উত্তেজনা চলছে। এমন অবস্থায় সীমান্তে সেনা সমাবেশ করেছে রাশিয়া।

বুধবার (২১ এপ্রিল) এ খবর দিয়েছে, বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেশগুলো কৃষ্ণসাগরে উসকানিমূলক কাজ করছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া সীমান্তে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করেছে। এ পরিস্থিতিতে বিরোধ মেটাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব ইউক্রেনে, যেখানে সংঘর্ষ চলছে, আসুন, সেখানে আমরা আলোচনায় বসি। ইউক্রেন কি যুদ্ধ চায়? এর জবাব হলো, না। ইউক্রেন কি যুদ্ধের জন্য তৈরি? এর উত্তর হলো হ্যাঁ।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তিনি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান।

উল্লেখ্য, পূর্ব ইউক্রেনের সংঘাতের সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে জিলেনস্কি ২০১৯ সালে ক্ষমতায় এসেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর