সিঙ্গাপুরে ১২০০ শ্রমিক কোয়ারেন্টিনে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 01:12:56

সিঙ্গাপুরে শ্রমিক আবাসন কেন্দ্রের মোট ১২০০ শ্রমিককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মোট ১৭ জন করোনায় আক্রান্ত ছিলো।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

জানা যায়, ওয়েস্টলাইট উডল্যান্ডস ডরমিটরিতে মঙ্গলবার (২০ এপ্রিল) নিয়মিত পরীক্ষার সময় এক কর্মীর করোনা শনাক্ত হয়। ওই কর্মীর সংস্পর্শে থাকা তার রুমমেটেরও করোনা ধরা পড়ে। এখন পর্যন্ত সেখানকার মোট ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপরই ওই স্থানের সব শ্রমিককে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। এছাড়া উচ্চ ঝুঁকির দেশগুলো থেকে যাওয়া শ্রমিকদের কোয়ারেন্টিন সময় আরও বৃদ্ধি করেছে সিঙ্গাপুর। তাদের জন্য পরীক্ষাও কঠোর করা হয়েছে।

এ বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কাজ শুরুর আগে এসব শ্রমিক বাড়ি থাকার নোটিশ অনুসরণ করার পরও ভাইরাস ছড়ানোর ঝুঁকি থেকেই যায় আর আবাসন কেন্দ্রগুলোতে আরেক দফা সংক্রমণের কারণও হয়ে উঠতে পারে।

জানা যায়, আক্রান্ত না হওয়া কর্মীদের টিকা দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে সিঙ্গাপুর।

এ সম্পর্কিত আরও খবর