মাউন্ট এভারেস্টেও করোনা শনাক্ত!

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 03:56:13

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এবার হানা দিয়েছে মাউন্ট এভারেস্টেও। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণে যাওয়া অন্তত একজন আরোহীর দেহে করোনা শনাক্ত হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, এভারেস্টে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া নিশ্চিতভাবেই নেপালের জন্য একটি বড় ধাক্কা। দেশটির অর্থনীতি অনেকাংশে এভারেস্ট পর্যটনের ওপর নির্ভরশীল।

করোনার কারণে প্রায় এক বছর বন্ধ ছিল বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গ। কয়েক সপ্তাহ আগেই পাহাড়টি খুলে দেওয়া হয় পর্বতারোহীদের জন্য। করোনা পজিটিভ নরওয়ের পর্বতারোহী আরলেন্ড নেসকে আট রাত একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেসের দলের একজন শেরপাও করোনায় আক্রান্ত হয়েছেন।

কোথা থেকে এই ভাইরাসটি দ্বারা আক্রান্ত হলেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না নেস, তবে হিমালয়ের খুম্বী উপত্যকার পাশের একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি সেখান থেকেই আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, করোনা থেকে বাঁচতে তিনি বারবার হাত ধুয়েছেন এবং সারা দিন মুখোশ পরে থেকেছেন।

এ সম্পর্কিত আরও খবর