লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক অভিবাসীর মৃত্যুর শঙ্কা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 23:33:39

লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে কমপক্ষে ১২০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৩ এপ্রিল) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রাবারের নৌকায় করে ওই অভিবাসীরা ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১৩০ জন আরোহী ছিলেন।

এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হলেও জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নৌকার আরোহীরা সবাই প্রাণ হারিয়েছে।

উদ্ধার সংস্থার সমন্বয়কারী লুইসা আলবেরা বলেন, আমরা হৃদয় ভেঙে পড়েছি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) চিফ অফ স্টাফ ইউজিনিও অ্যামব্রোসি বলেন, মধ্য ভূমধ্যসাগরে যে ঘটনা ঘটেছে তাতে কমপক্ষে ১০০ জন প্রাণ হারিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর