জাপানে জরুরি অবস্থা ঘোষণা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 02:31:23

জাপানের রাজধানী টোকিও, ওসাকা, কিয়োটো এবং হায়োগো প্রদেশে শুক্রবার (২৩ এপ্রিল) থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। দেশটিতে চতুর্থ দফায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর জাপান টাইমসের।

রোববার (২৫ এপ্রিল) থেকে ১১মে পর্যন্ত ডিপার্টমেন্ট স্টোর, শপিং সেন্টার, সিনেমা হল, রেস্তোরাঁসহ বড় বড় বাণিজ্যিক কেন্দ্র বন্ধ করার মতো কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় জাপানের অবস্থান ৩৮তম। জাপানে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৪২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৯ হাজার ৭৬৪ জন।

শুক্রবার (২৩ এপ্রিল) রেকর্ড হায়োগোতে ৫৬৭ জন, টোকিওতে ৭৫৯ জন এবং ওসাকাতে ১১৬২ জন নতুন করে শনাক্ত হয়েছে।

কানাগাবা, চিবা এবং সায়তামার গভর্নররা বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে তাদের প্রদেশে মদ্যপজাতীয় পানীয় বিক্রি বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি যৌথ আবেদন জমা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

দেশটির কর্মকর্তারা উদ্বিগ্ন, টোকিওতে জরুরি অবস্থা কার্যকর হওয়ার পরে, এই এলাকার বাসিন্দারা রাজধানী থেকে সেই সমস্ত অঞ্চলে ভ্রমণ করবে যেখানে নিষেধাজ্ঞা নাই সেখানে।

এ সম্পর্কিত আরও খবর