এক শিশুর অনুরোধে খেলনা ভল্লুকের অপারেশন করলেন কানাডার এক শল্যচিকিৎসক। আট বছরের জ্যাকসন ম্যাকি নিজেও এই চিকিৎসকের নিকট অপারেশনের জন্য এসেছিলেন। অন্যান্য শিশু রোগীদের মত ম্যাকিও অপারেশন থিয়েটারে তার খেলনা পুতুলটি সঙ্গে নিয়ে এসেছিল।
ম্যাকি নিজে অ্যানেসথেসিয়ায় ভুগছিলেন। ম্যাকি ডাক্তারকে খেলনা পুতুলটির একটি ফাটল ঠিক করে দিতে অনুরোধ করেন। তার এই অনুরোধ ফেলতে পারেননি ডাক্তার ড্যানিয়েল ম্যাকনিলি। ছুরি নিয়ে শুরু করেন সেই খেলনা ভল্লুকের অপারেশন।
খেলনা ভল্লুকের গায়ে জোড়াতালি দেওয়ার দৃশ্য অনলাইনে প্রকাশিত হলে তা মানুষের মন জয় করে নেয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে মজাপ্রিয় লোকজন সেটি শেয়ার করতে থাকেন।
ছোট খেলনা ভল্লুকটির গায়ে জোড়াতালি দেওয়ার দুটি ছবি অনলাইনে পোস্ট করে ডা. ম্যাকনিলি লিখেন, ‘কোন রোগী যদি অপারেশনে যাওয়ার আগে আমাকে বলে যে আমি খেলনা ভল্লুক জোড়াতালি দিয়ে ঠিক করতে পারি কিনা, তখন কীভাবে না করি?’
ছবিতে দেখা যায়, হাতে মোজা ও মুখে মুখোশ লাগিয়ে ডাক্তার অপারেশনের জন্য প্রস্তুত, তিনি একটি বাদামি রঙের টেডি বিয়ারের গায়ে অপারেশন চালাচ্ছেন, যার মুখ একটি ছোট মুখোশ দিয়ে ঢাকা।
এই ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর কানাডিয়ান প্রেস-কে ডা. ম্যাকনিলি বলেন, ‘আমি ভেবেছিলাম, যদি এমন কিছু করতে পারি যাতে শিশুটি খুশি হবে। এটি একেবারেই স্বাভাবিক আচরণ ছিল এবং আমি শুধু তাকে খশি করতে বাধ্য ছিলাম।’
তিনি বলেন, ‘আমি এটাও ভেবেছিলাম যে এটি কিছু লোককে হাসাবে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। আমি খুবই আনন্দিত কারণ অন্যরা বিষয়টি উপভোগ করছে।’