দামেস্ক গেটে ফিলিস্তিনিদের বিজয় উল্লাস

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 13:20:41

ফিলিস্তিনিদের প্রতিবাদের কারণে দামেস্ক গেট থেকে সরে গেল ইসরায়েল পুলিশ। সেখানে ইসরায়েলি পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এবং গতকাল রবিবার (২৫ এপ্রিল) রাতে ফিলিস্তিনিরা সেখানে বিজয় উল্লাস করেছে।

সোমবার (২৬ এপ্রিল) এ সংবাদ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রমজানের শুরুতে সেখানে প্রার্থনা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলিমরা। এ নিয়ে ইসরায়েলি পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলনের পর দামেস্ক গেট চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে আবারও সমবেত হওয়ার অনুমতি পেয়েছে ফিলিস্তিনিরা।

ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র বলেন, ধর্মীয় কর্তৃপক্ষ, স্থানীয় নেতা এবং দোকান মালিকদের সঙ্গে পরামর্শের পরে ব্যারিকেডগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জেরুজালেমে সকলের জন্য শান্তি ও সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে দামেস্ক গেটের সামনে গত বছর রমজান পালন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারও সেখানে ব্যারিকেড দিয়ে রেখেছিল ইসরায়েলি পুলিশ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে।

এ সম্পর্কিত আরও খবর