আফগানিস্তানের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 20:19:51

আফগানিস্তানের রাজধানী কাবুল দূতাবাসের কর্মীদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় সেখানে মার্কিন সেনাদের জন্য হুমকি বেড়ে যাচ্ছে। তাই এ নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার সেনা অবস্থান করছেন।

প্রেসিডেন্ট বাইডেন এ মাসের শুরুতে এক ঘোষণায় বলেছেন, আগামী ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। আগামী ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে বলেও জানান তিনি। দুই সপ্তাহের মাথায় দূতাবাস কর্মীদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হলো।

মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, তারা কাবুল মার্কিন দূতাবাস থেকে মার্কিন সরকারের কর্মী যারা অন্যক্ষেত্রেও কাজ করতে পারবেন তাদের কাবুল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, আফগানিস্তানে দূতাবাস সচল থাকবে। সেখানে সামান্য কয়েকজন সেনা থাকবেন দূতাবাসের সুরক্ষার জন্য।

কাবুলে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রস উইলসন বলেছেন, কাবুলে ক্রমবর্ধমান সহিংসতা এবং হুমকির প্রেক্ষিতে পররাষ্ট্র দফতর এই সিদ্ধান্ত নিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর