ভারত ৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:52:44

ভারত সরকার প্রথমবারের মতো ৭ রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) ভারতের আসাম থেকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

২০১২ সালে অবৈধ অভিবাসী হিসেবে তাদের আটক করা হয়েছিল এবং তখন থেকে তারা আসামের সিলচর অঞ্চলের ক্যাচার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল।

আসামের অতিরিক্ত মহাপরিচালক (সীমান্ত) ভাস্কর জে ভারতের গণমাধ্যমকে বলেন, মণিপুরের মোরেহ সীমান্তে মিয়ানমার কর্তৃপক্ষকে তাদের হাতে হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারের কূটনীতিকদের কনস্যুলার এক্সেস দেওয়া হয়েছে, যারা অভিবাসীদের পরিচয় নিশ্চিত করেছেন।

মিয়ানমারের অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব নিশ্চিত করার পর প্রতিবেশী দেশ সরকার রাখাইন রাজ্যে তাদের ঠিকানা যাচাই করে নেয়।

এ সম্পর্কিত আরও খবর